• New User? Register
  • Sign in
  • Home
  • Executive Committee
  • Structure of the Association
  • Registration Certificate
  • AGM-2016
What friends say
Forum

News Events
আমরা গভীরভাবে à..
Annual General Meeting (AGM) on Saturday 26th November 2016..
প্রয়াত আফরিন আà¦..
2014 সালের বার্ষিক..
Create your Profile..
আমরা গভীরভাবে à..

এসোসিয়েশন এর মূলনীতি ও আদর্শ

 

(à§§)    এসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন;

(২)    অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একতা, ভাতৃত্ববোধ, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহানুভূতিশীল সম্পর্ক এবং উন্নততর সমঝোতা স্থাপন করা, অধিদপ্তরের প্রতি অধিক মমত্ব ও দায়িত্ববোধ সৃষ্টি করা;

(à§©)   সদস্যদের কল্যাণে তাদের সার্বিক স্বার্থ সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও চাকুরীর মান উন্নয়ন করা;

 à¦²à¦•্ষ্য ও উদ্দেশ্য :

(à§§)    সকল সদস্য ও তাদের নির্ভরশীলদের সর্বাঙ্গীন মঙ্গল ও কল্যাণ সাধনই এই এসোসিয়েশনের মূল উদ্দেশ্য;

(২)    নিয়মতান্ত্রিক পন্থায় সকল সদস্য ও তাদের নির্ভরশীলদের ন্যায়সংগত দাবি-দাওয়া নিয়ে আলোচনা, আদায় ও অধিকার রক্ষার্থে নিরলস প্রচেষ্টা চালানো;

(à§©)   যে কোন সদস্য বা সকল সদস্যের আইন অনুযায়ী ও ন্যায়সংগত অধিকার যথাঃ চাকুরির কাঠামো, বেতন, পদমর্যাদা, আপেক্ষিক জ্যেষ্ঠতা ইত্যাদি সকল স্বার্থ সংশ্লিষ্ট দাবীসমূহ ন্যায়নীতি, ন্যায্য অধিকার ও সহমর্মিতার ভিত্তিতে প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ;

(৪)    এসোসিয়েশনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনে কোন সদস্য কোনভাবে ক্ষতিগ্রস্ত হলে তার সাহায্যার্থে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ;

(à§«)    কোন সদস্য অবসর গ্রহণ করলে, শারীরিকভাবে পঙ্গু বা বিকলাঙ্গ হলে বা আকসি¥à¦•ভাবে মৃত্যুবরণ করলে ঐ পরিবারকে সম্ভব সকল প্রকার সাহায্য প্রদানের ব্যবস্থা গ্রহণ;

 

(৬)   অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তাদের কল্যাণের প্রচেষ্টায় উন্নয়নমূলক অর্থনৈতিক প্রকল্প গ্রহণ, এসোসিয়েশনের জন্য সম্পত্তি ও সম্পদ অর্জনের লক্ষ্য কার্যক্রম গ্রহণ, সেবামূলক কার্যক্রম গ্রহণ, দুঃস্থ ভান্ডার, পাঠাগার, অবসর বিনোদন কেন্দ্র স্থাপন, আন্তঃকক্ষ ও বহিরাস্থল খেলাধুলার ব্যবস্থা গ্রহণ, চিত্তবিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন, পত্র পত্রিকা ও সাময়িকী প্রকাশের ব্যবস্থা গ্রহণ এবং যে কোন ন্যায়ানুগ ব্যবস্থা বা কার্যক্রম গ্রহণ;

(à§­)    দেশের সামগ্রিক পরিবেশ ও সার্বিক প্রতিবেশ ব্যবস্থা ও জীবিৈচত্র্য সংরক্ষণের ও উন্নয়নের লক্ষ্যে সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে সকল প্রকার কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ;

(à§®)   পরিবেশ ব্যবস্থাপনায় কার্যরত সকল জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক স্থাপন ও বিস্তার;

(৯)    বৃহত্তর জাতীয় জীবনের প্রয়োজনে, মানব কল্যাণে, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন কারণে বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত জনগণের এবং দুঃস্থ মানবতার সেবায় ও সাহায্যার্থে সক্রিয় ভূমিকা পালন;

(১০)   অন্যান্য সরকারি সংস্থা/দপ্তরের অফিসার্স এসোসিয়েশনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন, প্রয়োজনীয় যোগাযোগ রক্ষাকরণ এবং একই ধরনের সমস্যা নিয়ে কমন ফোরামে আলোচনা ও সমাধানের জন্য সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণ;

(à§§à§§)   সকল পর্যায়ের কর্মকর্তাদের আচার-আচরণে সৌজন্যবোধ ও একাত্মতা বজায় রাখার জন্য সচেষ্ট হওয়া;

(১২)   কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সম্পর্কের উন্নয়ন ঘটানো;

(à§§à§©)  সদস্যদের অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে একটি স্বাবল¤¦à§€ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করা;

(১৪)   পরিবেশ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা/সদস্যদের তালিকা সংরক্ষণ, তাঁদের কল্যাণমূলক কাজে সহায়তা দান, যথোপযুক্ত অনুষ্ঠানাদিতে তাঁদেরকে আমন্ত্রণ জ্ঞাপন এবং তাঁদের পরিবারবর্গের যথাসম্ভব খোঁজখবর রাখা;

(à§§à§«)   উল্লিখিত উদ্দেশ্য অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়ক সকল কার্যক্রমে অংশগ্রহণ;

Copyright@2025.All right reserved by DoE officers association